Swipe right or left
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা

ঈদ মোবারাক
.



ঈদের নামাজের অশেষ ফজিলত ও সম্মানজনক মর্যাদা সম্পর্কে নবী করিম (সা.) বলেছেন, ‘ঈদুল ফিতরের দিন ফেরেশতারা রাস্তার মুখে মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন: হে মুসলিম! নেককাজের ক্ষমতাদাতা ও সওয়াবের আধিক্যদাতা আল্লাহর কাছে অতি শিগগির চলো। তাহলে চলুন শিখে নেয়া যাক এই সালাত আদায়ের নিয়ম।
ঈদের নামাজ দু রাকাত, যাতে আযান ইকামত নেই। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা, ছানা পাঠ, আউযুবিল্লাহ পাঠ ও কিরাত পাঠ করতে হবে।
এর পর পুনরায় তিন তাকবীর দেবে এবং আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়ে এর সাথে অন্য একটি সূরা মিলাবে।
এর পর যথারীতি রুকু , সিজদা দিবেন।
দ্বিতীয় রাকাতে কিরাত পড়া শেষে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবীর দেবে। প্রতি তাকবীরের সাথে হাত উঠাবে।
এর পর পুনরায় রুকু , সিজদা দিবেন এবং সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
আপনার ঈদ শুভ হক 😊😊😊

Eid Mubarak! Sending you warm wishes and happiness on the occasion of Eid. Remember me in your prayers.
Developer: Aajamn Sami